লিবিয়ায় ৪ হাজার অভিবাসী আটক
প্রকাশিতঃ 1:42 pm | October 03, 2021

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলোঃ
লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় গ্যারগ্যারেস শহর থেকে ৪ হাজার অভিবাসীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। যাদের মধ্যে কয়েকশ’ নারী ও শিশু রয়েছে। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
খবরে বলা হয়, দেশটির কর্তৃপক্ষ বলেছে, অবৈধ অভিবাসন প্রতিরোধ এবং মাদক চোরাচালান বন্ধে শুক্রবার ওই অভিযান পরিচালনা করা হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ অভিযান চালায়। তবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনও মাদক পাচারকারীকে গ্রেফতারের কথা বলা হয়নি।
শুক্রবার লিবিয়ার কয়েকজন কর্মকর্তারা জানান, এই অভিযানে নথিপত্রহীন ৫০০ অভিবাসীকে আটক করা হয়। পরের দিন শনিবার জানানো হয়, আটকের সংখ্যা অন্তত চার হাজার।
জাতিসংঘ জানিয়েছে, লিবিয়ার নিরাপত্তা বাহিনীর অভিযানে একজন অভিবাসী নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
অভিবাসী ও শরণার্থীদের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে মাত্র ১২ কিলোমিটার পশ্চিমের শহর গারগারেশ। এর আগেই সেখানে অভিবাসী-বিরোধী অভিযান চালানো হয়। তবে এবারের অভিযানকে ভয়াবহ বলে উল্লেখ করেছেন মানবাধিকার কর্মীরা।
নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের লিবিয়ার পরিচালক ড্যাক্স রোকে শুক্রবার এক বিবৃতিতে বলেন, আমরা শুনছি নারী ও শিশুসহ পাঁচ শতাধিক অভিবাসীকে আটক করা হয়েছে। এভাবে নির্বিচারে আটকের কারণে তারা নির্যাতনের ও অসদাচরণের ঝুঁকিতে রয়েছেন।
কালের আলো/টিআরকে/এসআইএল