সীমান্তে আত্মঘাতী বোমারু মোতায়েন করছে তালেবান

প্রকাশিতঃ 9:07 pm | October 02, 2021

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলোঃ

আফগানিস্তানের নতুন শাসকগোষ্ঠী তালেবান আত্মঘাতী বোমারুদের একটি বিশেষ ব্যাটালিয়ন তৈরি করেছে; যাদেরকে দেশটির সীমান্তে বিশেষ করে বাদাখশান প্রদেশে মোতায়েন করা হবে। শনিবার (২ অক্টোবর) স্থানীয় সংবাদমাধ্যম খামা প্রেসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই।

খামা প্রেস বলছে, বাদাখশান প্রদেশের ডেপুটি গভর্নর মোল্লা নিসার আহমাদ আহমাদি গণমাধ্যমকে আত্মঘাতী ওই বোমারু ব্যাটালিয়ন তৈরির কথা জানিয়েছেন। এই ব্যাটালিয়নের সদস্যদের আফগানিস্তানের প্রতিবেশি চীন ও তাজিকিস্তান সীমান্তে এবং দেশটির উত্তরপশ্চিমাঞ্চলের বাদাখশান প্রদেশে মোতায়েন করা হবে বলে জানিয়েছেন তিনি।

আহমদী বলেন, এই ব্যাটেলিয়নের নাম লস্কর-ই-মনসুরি (‘মনসুর সেনা’) এবং দেশের সীমান্তে মোতায়েন করা হবে। তিনি আরও বলেন, এই ব্যাটেলিয়ন সাবেক আফগান সরকারের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালানো বাহিনীর মতোই।

‘এই ব্যাটেলিয়নের জন্যই যুক্তরাষ্ট্রের পরাজয় সম্ভব হয়েছিল। এই বাহিনীর সাহসী পুরুষরা বিস্ফোরক কোট পরে আফগানিস্তানে মার্কিন ঘাঁটিতে বিস্ফোরণ ঘটাতো। আক্ষরিক অর্থেই এদের কোন ভয় নেই, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য আত্মত্যাগ করে’।

খামা প্রেস জানায়, লস্কর-ই-মনসুরির পাশাপাশি বদরি ৩১৩ নামের আরেকটি ব্যাটেলিয়নও রয়েছে, যারা কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে মোতায়েন করা সবচেয়ে সজ্জিত এবং আধুনিক সামরিক গ্রুপগুলোর মধ্যে একটি হিসেবে পরিচিত।

কালের আলো/টিআরকে/এসআইএল