অসাম্প্রদায়িক রাজনীতির দেশ বাংলাদেশ : খাদ্যমন্ত্রী

প্রকাশিতঃ 7:36 pm | October 02, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, অসাম্প্রদায়িক রাজনীতির দেশ বাংলাদেশ। এ দেশে ধর্ম যার যার রাষ্ট্র সবার। ফলে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের নিজ নিজ ধর্ম পালন করতে পারে।

শনিবার (২ অক্টোবর) দুপুরে নওগাঁ জেলা সার্কিট হাউজে শারদীয় দুর্গা উৎসবের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘সারাদেশের মতো নওগাঁ জেলাতেও দুর্গোৎসব উপলক্ষে সাজ সাজ রব বিরাজ করছে। এরইমধ্যে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি মণ্ডপগুলোতে স্বাস্থ্যবিধি মানার নির্দেশ দেওয়া হয়েছে।’ প্রতি বছরের মতো এবারও নওগাঁ জেলায় শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ভাবে সম্পন্ন হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

এ সময় রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, জেলা প্রশাসক হারুন অর রশীদ, পুলিশ সুপার আবদুল মান্নান মিয়াসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে গত ২০২০ সালের চেয়ে জেলায় এবার ৭২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে। গত বছর জেলায় ৭৪৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। চলতি বছরে ৮১৯টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।

কালের আলো/টিআরকে/এসআইএল