কুমিল্লায় মাদরাসা ছাত্রীকে গলা কেটে হত্যা
প্রকাশিতঃ 1:32 pm | October 02, 2021

কালের আলো সংবাদদাতা:
কুমিল্লা চান্দিনায় মাদরাসাছাত্রী ছালমা আক্তারকে (১৪) গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২ অক্টোবর) বেলা ১১টায় বাড়ির পাশের পুকুর থেকে তার গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ছালমা আক্তার চান্দিনার গল্লাই ইউনিয়নের বসন্তপুর গ্রামের সোলাইমান ব্যাপারীর মেয়ে। সে দারুল উলুম ইসলামিয়া মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
ছালমার বাবা সোলাইমান ব্যাপারী বলেন, দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিষয়ে আমার ভাইপো শাহ কামাল, শাহ জালালসহ কয়েকজনের সঙ্গে দ্বন্দ্ব চলছিল। বিষয়টা মীমাংসা করার জন্য গ্রাম্য মাতব্বরদের জানালেও তারা মীমাংসা করেনি। এই ঘটনার জের ধরে তারা আমার স্ত্রীর ওপর হামলা করে। আমার স্ত্রী এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এই বিষয়ে চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমা বলেন, ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে পুকুরে ফেলে যায়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কালের আলো/টিআরকে/এসআইএল