জিয়াউদ্দিন বাবলুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন
প্রকাশিতঃ 11:57 am | October 02, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ
না ফেরার দেশে চলে গেলেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব, সাবেক মন্ত্রী ও ডাকসুর সাবেক জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলু। শনিবার (২ অক্টোবর) সকাল ৯টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। করোনায় আক্রান্ত হওয়ার পর তিনি হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন। তার বয়স হয়েছিল ৬৬ বছর।
চট্টগ্রামের রাউজান উপজেলায় জন্ম নেওয়া জিয়াউদ্দিন বাবলু দীর্ঘদিন ধরেই রাজনীতির সঙ্গে যুক্ত হন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী বাবলু শুরুর দিকে জাসদ-বাসদ করেন। গত শতকের ৮০ এর দশকের শুরুতে ডাকসুর জিএস থাকা অবস্থায় সাবেক সেনাশাসক হুসেইন মুহম্মদ এরশাদের দলে যোগ দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন তিনি। এরশাদের শাসনামলে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
২০১৪ সালে চট্টগ্রাম-৯ আসন থেকে দশম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগ জোটের শরিক দল জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেন। তিনি দুই বার দলের মহাসচিব ছিলেন।
চট্টগ্রামের রাউজান উপজেলায় জন্ম নেওয়া প্রবীণ এই রাজনীতিক কয়েক বছর আগে জাতীয় পার্টি চেয়ারম্যান এরশাদের ভাগ্নি মেহেজাবুন্নেসা রহমান টুম্পাকে বিয়ে করেছিলেন। তার প্রথম স্ত্রী অধ্যাপক ফরিদা আক্তার ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০০৫ সালে মারা গিয়েছিলেন। তার এক মেয়ে ও এক ছেলে রয়েছে।
গত ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিলেট-৩ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী আতিকুর রহমান আতিকের পক্ষে প্রচারণা চালাতে সিলেটে অবস্থান করেন জাতীয় পার্টির মহাসচিব বাবলু। সেখানে পাঁচ দিন থাকার পর ঢাকায় ফিরে অসুস্থবোধ করে। পরে উপসর্গ দেখা দিলে ৬ সেপ্টেম্বর করোনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়। ওইদিনই তাকে ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরদিন শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যান তিনি।
জাপার মহাসচিব অ্যাজমা ও হার্টের জটিলতাসহ নানা সমস্যায় ভুগছেন। করোনা শনাক্তের পর ফুসফুস মারাত্মকভাবে আক্রান্ত হয় বলে জানা গেছে।
কালের আলো/টিআরকে/এসআইএল