রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনায় ১ জন গ্রেফতার

প্রকাশিতঃ 3:17 pm | October 01, 2021

কালের আলো সংবাদদাতা:

রোহিঙ্গাদের শীর্ষ নেতা মাস্টার মুহিবুল্লাহ হত্যার ঘটনায় মোহাম্মদ সেলিম উল্লাহ প্রকাশ লম্বা সেলিম (২৭) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১ অক্টোবর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

উখিয়ার কুতুপালংয়ের ক্যাম্প-৬ থেকে তাকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ১৪ এপিবিএনের অধিনায়ক এসপি নাঈমুল হক। তিনি জানান, মুহিবুল্লাহ হত্যায় জড়িত সন্দেহ সেলিমকে গ্রেফতার করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোরশেদ জানান, বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে মুহিবুল্লাহকে দাফনের পর রাতেই কক্সবাজারের উখিয়া থানায় নিহতের ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন। এরপর থেকেই ঘটনায় জড়িতদের ধরতে আইন-শৃঙ্খলা বাহিনীর সব শাখা একত্রিত হয়ে অভিযান শুরু করে। পরে শুক্রবার দুপুরে সন্দেহভাজন এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করে থানায় হস্তান্তর করে এপিবিএন। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

প্রসঙ্গত, বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার লম্বাশিয়া ক্যাম্পস্থ নিজ সংগঠনের অফিসে আততায়ীদের গুলিতে নিহত হন রোহিঙ্গাদের অন্যতম নেতা হিসেবে আলোচিত মুহিবুল্লাহ।

কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের পর বৃহস্পতিবার বিকেলে বাদ-আসর উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প ১-ইস্ট এ তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে লম্বাশিয়ায় নিজ বাড়ি-সংলগ্ন কবরস্থানে মুহিবুল্লাহকে দাফন করা হয়।

কালের আলো/টিআরকে/এসআইএল