রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৪৬
প্রকাশিতঃ 12:28 pm | October 01, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ
রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে শুক্রবার (১ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ গণমাধ্যম শাখার ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলাম শুক্রবার (১ অক্টোবর) সকালে এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬৬৩ পিস ইয়াবা, ২৮৫ গ্রাম ৫০০ পুরিয়া হেরোইন, ৪০ বোতল ফেন্সিডিল ও ২৯ কেজি ৫৮০ গ্রাম ৯৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ৩২টি মামলা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
কালের আলো/টিআরকে/এসআইএল