জীবন চৌধুরীর নতুন মিউজিক ভিডিও ‘বিন্দাবনে’

প্রকাশিতঃ 1:51 pm | October 20, 2018

শোবিজ ডেস্ক, কালের আলো:
একদমই ভিন্ন আঙ্গিকে উপমহাদেশের বিখ্যাত বাউল সাধক ভবা পাগলার ‘এখনো সেই বৃন্দাবনে’ গানটির মিউজিক ভিডিও প্রকাশ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রাক্তন শিক্ষার্থী সঙ্গীত শিল্পী জীবন চৌধুরী।

ভবা পাগলার অসংখ্য গান ভারত ও বাংলাদেশে বহুল প্রচলিত। তিনি শ্যামা সংগীত সহ গুরুতত্ব, রাধা-কৃষ্ণ প্রেম লীলা বিষয়ক, সৃষ্টি তত্বের বহু গান রচনা করেছেন।

প্রকাশিত গানটিতে একমাত্র বাদ্যযন্ত্র হিসেবে গীটার ব্যাবহার করা হয়েছে। গীটার বাজিয়েছেন জাককানইবির সঙ্গীত বিভাগের আরেক প্রাক্তনী অন্তু গোলন্দাজ। গত ১৭ অক্টোবর (বুধবার) ব্যাতিক্রমী এই গানের মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে শিল্পী জীবন চৌধুরীর নিজস্ব ইউটিউব চ্যানেল Gaan Tv তে।

এ প্রসঙ্গে জীবন চৌধুরী বলেন, ‘এখনো সেই বৃন্দাবনে’ একটি রাধা-কৃষ্ণ বিষয়ক গান। ভবা পাগলার এই গানটিতে শুধুমাত্র গীটার এর সঙ্গত রাখা হয়েছে, কেননা বাংলা গান বাণী প্রধান, তাই যন্ত্রে একটু আধুনিকতা রেখে গানটির বাণীর ভাব অক্ষুন্ন রাখতেই আমাদের এই প্রয়াস।

একক গান গাওয়ার পাশাপাশি আরো কিছু গানের রেকর্ড মিউজিক ভিডিওর কাজ চলমান আছে আর দর্শক-শ্রোতারা প্রতিটি গান ও মিউজিক ভিডিও ইউটিউবে তার ব্যক্তিগত চ্যনেল Gaan tv তেই দেখতে পাবেন বলে জানিয়েছেন জীবন।

গান দেখতে ক্লিক করুন