রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে গোলাগুলিতে নিহত ৮
প্রকাশিতঃ 3:16 pm | September 20, 2021

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:
রাশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে এক ব্যক্তির ছোড়া এলোপাতাড়ি গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ছয়জন।
সোমবার (২০ সেপ্টেম্বর) পার্ম স্টেট ন্যাশনাল রিসার্চ ইউনিভার্সিটিতে এ গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় বন্দুকধারীকে আটক করা হয়েছে। খবর ডয়চে ভেলের।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ফুটেজ প্রচার করা হয়েছে। এতে দেখা যায়, আগ্নেয়াস্ত্রধারী এক ব্যক্তি ক্যাম্পাসের মধ্য দিয়ে হাঁটছেন। তাঁর মাথায় হেলমেট, গায়ে কালো রঙের ‘ট্যাকটিক্যাল’ পোশাক। ক্যাম্পাসে হামলাকালে কেউ একজন ভিডিওটি ধারণ করেন।
হামলার ঘটনাটি ঘটেছে রাজধানী মস্কো থেকে ১৩শ কিলোমিটার( ৮শ মাইল) দূরে পার্ম স্টেট বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। হামলার সময় শিক্ষার্থী ও শিক্ষকরা ভবনের ভেতরে ঢুকে নিজেদের রক্ষা করেন, কেউ লাফ দিয়ে ফটকের বাইরে চলে যান। তবে এ ঘটনায় কতজন আহত হয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
দেশটির পুলিশ বলছে, হামলাকারীকে শনাক্ত করা গেছে। এদিকে, প্রাথমিক তদন্তে রাশিয়ার তদন্ত কর্মকর্তাদের কমিটি জানিয়েছে, হামলাকারী সম্ভবত বিশ্ববিদ্যালয়েরই একজন শিক্ষার্থী।
কালের আলো/আরএস/এমএইচএস