তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পরীমণিকে আটক রাখার আবেদন
প্রকাশিতঃ 3:12 pm | August 13, 2021

শোবিজ ডেস্ক, কালের আলো:
মাদক মামলায় গ্রেপ্তার বহুল বিতর্কিত চিত্রনায়িকা পরীমণি জিজ্ঞাসাবাদে ‘গুরুত্বপূর্ণ’ তথ্য দিয়েছেন। এ কথা উল্লেখ করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে জেলহাজতে আটক রাখার আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা।
শুক্রবার (১৩ আগস্ট) পরীমণিকে ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।
আদালতে করা আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, মামলার তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত আসামি শামসুন্নাহার স্মৃতি ওরফে স্মৃতিমনি ওরফে পরীমণিকে কারাগারে আটক রাখা প্রয়োজন। আসামিকে জামিন দেওয়া হলে মামলার তদন্তে বিঘ্ন সৃষ্টি হতে পারে। এমনকি আসামি পলাতক হওয়ার সম্ভাবনাও রয়েছে।
আবেদনে বলা হয়, রিমান্ডে জিজ্ঞাসাবাদে মামলার বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আসামি। মামলার তদন্তের স্বার্থে তা যাচাই-বাছাই করা হচ্ছে।
সেখানে আরও বলা হয়, মামলার অভিযোগের সাথে আসামির জড়িত থাকার ব্যাপারে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। তদন্ত অব্যাহত রয়েছে। মামলার তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত আসামিকে কারাগারে আটকে রাখা একান্ত প্রয়োজন।
এদিকে পরীমণির আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। তবে পরীমনির জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষ।
কালের আলো/আরএস/এমএইচএস