মডেল পিয়াসাকে ফের ১০ দিনের রিমান্ডে চায় সিআইডি
প্রকাশিতঃ 1:49 pm | August 11, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ
বিপুল পরিমাণ মাদকসহ রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার মডেল ফারিয়া মাহবুব পিয়াসার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে করা মামলায় আবারও ১০ দিনের রিমান্ডে নিতে চায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বুধবার (১১ আগস্ট) ভাটারা থানার মাদক দ্রব্য আইনের করা মামলায় তিন দিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ভাটারা ও গুলশান থানার মাদক আইনের পৃথক দুই মামলায় আবারও পাঁচদিন করে মোট ১০ দিন রিমান্ডে নিতে আবেদন করে সিআইডি। রিমান্ডের শুনানি আজ দুপুর ৩টার পর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অনুষ্ঠিত হবে।
এর আগে গত শুক্রবার (৬ আগস্ট) গুলশান থানার মামলায় দুই দিন, ভাটারা থানার মামলায় তিন দিন এবং খিলক্ষেত থানার মামলায় তিন দিন রিমান্ড মঞ্জুর হয় পিয়াসার।
গত ২ আগস্ট পিয়াসার বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগের দিন রাতে গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের একটি দল বারিধারায় পিয়াসার বাসায় অভিযান চালায়। এ সময় তার বাসা থেকে চার প্যাকেট ইয়াবা জব্দ করে ডিবি। এছাড়া রান্নাঘরের ক্যাবিনেট থেকে নয় বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। ফ্রিজে পাওয়া যায় সিসা তৈরির কাঁচামাল।
এর আগে, রোববার (১ আগস্ট) রাত ১০টার দিকে প্রথমে রাজধানীর বারিধারায় মডেল পিয়াসার বাসায় অভিযান শুরু করে পুলিশ। পরে রাত পৌনে ১২টার দিকে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেয়া হয়।
কালের আলো/টিআরকে/এসআইএল