ম্যাচ ও সিরিজ সেরা সাকিব

প্রকাশিতঃ 9:58 pm | August 09, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ

দুর্দান্ত এক সিরিজ কাটালেন সাকিব আল হাসান। যার শেষটা স্মরণীয় করে রাখলেন দুর্দান্ত এক বোলিং স্পেলে। ৯ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে আগেই ম্যাচসেরার পুরস্কারটা নিজের করে নিয়েছিলেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জানা গেল, সিরিজ সেরাও সেই সাকিবই। অজিদের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় তাই সাকিবের জন্য একটু বেশিই ‘স্পেশাল’ হয়ে থাকল।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে দ্বিতীয় সর্বোচ্চ ১১৪ রান আর দ্বিতীয় সর্বোচ্চ ৭ উইকেট শিকার করে সিরিজ সেরার পুরস্কারটিও নিজের করে নেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

সোমবার (৯ আগস্ট) অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড ও অ্যাস্টন টার্নারের উইকেট শিকারের মধ্য দিয়ে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ১ হাজার রানের পাশাপাশি ১০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন সাকিব।

বাংলাদেশ সেরা এ অলরাউন্ডার টি-টোয়েন্টিতে ৮৪ ম্যাচে ৯টি ফিফটির সাহায্যে ১৭১৮ রান সংগ্রহের পাশাপাশি বল হাতে বাঁ-হাতি স্পিনে শিকার করেন ১০০ উইকেট।

আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে ৩৫৭ ম্যাচে ব্যাট হাতে ১৪টি সেঞ্চুরির সাহায্যে ১২ হাজার ২৫১ রান আর বল হাতে সাকিবের শিকার ৫৯২ উইকেট।

কালের আলো/টিআরকে/এসআইএল