পিস্তল-গুলিসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক
প্রকাশিতঃ 3:31 pm | August 09, 2021

কালের আলো সংবাদদাতাঃ
খাগড়াছড়ির মহালছড়িতে সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ইউপিডিএফের (প্রসীত গ্রুপ) সদস্য বিরাজ মনি চাকমা আটক হয়েছেন। তার বিরুদ্ধে ইউপিডিএফ গণতান্ত্রিক-এর কেন্দ্রীয় সভাপতি তপন জ্যোতি চাকমাসহ পাঁচ জনকে ব্রাশফায়ারে হত্যার অভিযোগ রয়েছে।
সোমবার (৯ আগস্ট) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ি জোনের সেনাবাহিনীর একটি বিশেষ দল খাগড়াছড়ির দুরছড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জানা গেছে , বিরাজ মনি চাকমা ইউপিডিএফ প্রসীত গ্রুপের ক্যাডার ছিলেন।
এ সময় তার কাছ থেকে একটি চাইনিজ পিস্তল, একটি ম্যাগজিন, চার রাউন্ড গুলি, চাঁদা সংগ্রহের রশিদ বই, মোবাইল ও ব্যক্তিগত ব্যাগ উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে আটক মনি চাকমাকে মহালছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
কালের আলো/টিআরকে/এসআইএল