পুলিশ কর্মকর্তার সঙ্গে পরীমণির সম্পর্ক নিয়ে তদন্ত কমিটি

প্রকাশিতঃ 9:53 pm | August 08, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) গোলাম সাকলায়েনের বাসায় পরীমণির যাতায়াতের অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (৮ আগস্ট) কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম।

পুলিশ সদর দফতরের এআইজি (মি‌ডিয়া অ্যান্ড পাব‌লিক রি‌লেশন্স) মো. সোহেল রানা বলেন, গোলাম সাকলায়েন শিথিল এবং নায়িকা পরীমনির ইস্যু তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কমিটির নেতৃত্বে আছেন- পুলিশ সদরদফতরের অতিরিক্ত ডিআইজি (ট্রেনিং) মিয়া মাসুদ করিম। কমিটির বাকি দুই সদস্য হলেন- ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন সেন্টারের উপ-কমিশনার (ডিসি) হামিদা পারভীন ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার (ফরেনসিক) রুমানা আক্তার।

এর আগে শনিবার গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) গোলাম সাকলায়েন শিথিলকে ডিবির সব দায়িত্ব থেকে নিবৃত্ত করা হয়। পরে তাকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিমে পদায়ন করা হয়।

গত বুধবার বিপুল পরিমাণ বিদেশি মদ, ভয়ংকর মাদক এলএসডি ও আইসসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার হন নায়িকা পরীমনি। এরপরই সাকলাইনের সঙ্গে পরীমনির প্রেমের সম্পর্কের বিষয়টি সামনে আসে।

জানা গেছে, সাভারের বোট ক্লাবে পরীমনির ধর্ষণ চেষ্টার ঘটনায় দায়ের করা মামলার তদারকি কর্মকর্তা ডিবির এডিসি গোলাম সাকলায়েন শিথিলের সঙ্গে প্রেমের সম্পর্কের প্রাথমিক তদন্তের প্রমাণ পায় ঢাকা মহানগর পুলিশ। পরীমনিকে নিয়ে ১৮ ঘণ্টা তার নিজের বাসায় সময় কাটানোর অভিযোগ উঠায় ডিবির সব কার্যক্রম থেকে সাকলাইনকে নিবৃত্ত করা হয়। ডিবি কর্মকর্তার সঙ্গে পরীমনির ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে তোলপাড় শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যম্যসহ পুলিশ প্রশাসনে।

কালের আলো/আরএস/এমএইচএস