পরীমণি-রাজসহ ৪ জনকে নিয়ে বনানী থানায় র্যাব
প্রকাশিতঃ 6:25 pm | August 05, 2021

শোবিজ ডেস্ক, কালের আলো:
ঢাকাই চলচ্চিত্রের বহুল বিতর্কিত ও সমালোচিত অভিনেত্রী পরীমনি ও প্রযোজক-পরিচালক নজরুল ইসলাম রাজকে র্যাব সদর দপ্তর থেকে বনানী থানায় আনা হয়েছে। এই থানায় পরীমনির বিরুদ্ধে মাদকের এবং রাজের বিরুদ্ধে মাদক ও পর্নোগ্রাফির মামলা করেছে র্যাব।
বৃহস্পতিবার (৫ আগস্ট) তাদেরকে বনানী থানায় নিয়ে আসেন র্যাব সদস্যরা।
র্যাব সূত্র জানায়, তাদের বিরুদ্ধে মাদক ও পর্নোগ্রাফি আইনে র্যাব-১ বাদী হয়ে মামলা দায়ের করবে। পরীমণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম বিপুর নামে মাদক মামলা এবং প্রযোজক রাজ ও তার সহযোগী সবুজ মিয়ার বিরুদ্ধে মাদক ও পর্নোগ্রাফির অভিযোগে আরেকটি মামলা দায়ের করা হবে।
ব্রিফিংয়ে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘পরীমনির বাসার মিনি বারে বিভিন্ন বিদেশি মদ, ইয়াবা, এলএসডি ও আইস পাওয়া গেছে। পরীমনিকে জিজ্ঞাসাবাদে আমরা এ তথ্য জেনেছি।
‘আমরা জেনেছি, ২০১৬ সালে অ্যালকোহলে আশক্ত হন তিনি। চাহিদা মেটাতেই এই মিনি বার স্থাপন করেন। বিভিন্ন সময় তার বাসায় ডিজে পার্টির আয়োজন করতেন। এই মিনি বারে অ্যালকোহল সরবরাহ করতেন নজরুল ইসলাম রাজ।’
পরীমনির বনানীর বাসায় অভিযান শেষে বুধবার রাতে তাকে নিজেদের জিম্মায় র্যাবের হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয়। এই অভিনেত্রীর বাসায় অভিযান শেষ হতেই বনানীতেই অভিযান চালিয়ে আটক করা হয় প্রযোজক-পরিচালক রাজকে।
র্যাব জানায়, পরীর বাসা থেকে জব্দ করা হয়েছে আট বোতল প্লাটিনাম লেভেল, তিনটি ব্ল্যাক লেভেল, দুটি সিভাস সিগ্যাল, দুটি ফক্স গ্রোভ, একটি ব্লু লেভেল, দুটি গ্ল্যানলিভেট, একটি গ্ল্যানফিডিচ বোতল।
এ ছাড়া এই অভিনেত্রীর বাসা থেকে জব্দ হয়েছে চার গ্রাম আইস ও এক স্লট ভয়ংকর মাদক এলএসডি। জব্দতালিকায় একটি বং পাইপের কথাও বলা হয়েছে।
কালের আলো/আরএস/এমএইচএস