পাকস্থলিতে ইয়াবা পাচার, র্যাবের হাতে ধরা ৬ কারবারী
প্রকাশিতঃ 8:08 pm | August 04, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
মোবাইল ফোন নেটওয়ার্কের বেইজ টাওয়ার বসানোর নামে চট্রগ্রাম থেকে পাকস্থলিতে ইয়াবা পাচারের অভিযোগে ছয়জনকে আটক করেছে র্যাব।
এরা হলেন ইমন হোসেন, আজিজুল ইসলাম, শাহিন মণ্ডল, মামুনুর রশিদ, হাসিবুর রহমান ইয়াছিন ও মো. ইমরান।
বুধবার (০৪ আগস্ট) বিকেলে রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
এর আগে, মঙ্গলবার (০৩ আগস্ট) রাত সাড়ে ১১ টার দিকে নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন কাঞ্চন পৌরসভা এলাকায় চেকপোস্টে একটি প্রাইভেট কারে (ঢাকা মেট্রা গ-৩৩-৮৯১৫) দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করে র্যাব।
এ সময় তাদের কাছ থেকে ১৬ হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৯টি মোবাইল ফোন, নগদ ১৯শ নগদ টাকা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘গোয়েন্দা তথ্যের মাধ্যমে আমরা জানতে পারি যে, একটি সংঘবদ্ধ চক্র ইয়াবার বড় একটি চালান কক্সবাজার থেকে পাকস্থলিতে করে রাজধানীর দিকে নিয়ে আসছে। চক্রটিকে আটকাতে গোয়েন্দা নজরদারি বাড়ায় র্যাব। পরে গতিবিধি অনুসরণ করে তাদের নারায়ণগঞ্জের রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা এলাকা থেকে আটক করা হয়।’

তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। এরা কক্সবাজার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে ইয়াবার চালান নিয়ে ঢাকায় আসত। পরে ইয়াবার চালানগুলো বিভিন্ন পরিবহনের মাধ্যমে রাজধানীসহ সারা দেশে মাদক কারবারিদের কাছে সরবরাহ করত।’
তিনি জানান, আটকরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তারা পেশায় শ্রমজীবী। তিন মাস ধরে তারা পাকস্থলিতে করে বিপুল পরিমাণ ইয়াবা ঢাকায় নিয়ে আসতেন। এর আগে ইয়াবার ১০-১২টি চালান রাজধানীসহ আশপাশের জেলায় সরবরাহ করার কথা স্বীকার করেছেন তারা।
আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।

কালের আলো/ডিএসকে/এমআরবি