পিয়াসার সহযোগী মিশু গ্রেফতার
প্রকাশিতঃ 2:56 pm | August 04, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ
বিতর্কিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসার ঘনিষ্ঠ সহযোগী ও বিজনেস পার্টনার মিশু হাসানকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (৩ আগস্ট) রাতে রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে এক সহযোগীসহ মিশুকে গ্রেফতার করা হয়।
বুধবার (৪ আগস্ট) দুপুরে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আ ন ম ইমরান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মিশু হাসান ও তার সহযোগী রাজধানীর বসুন্ধরা এলাকায় অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে অস্ত্র-মাদকসহ তাদের গ্রেফতার করা হয়।
কী ধরনের মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে র্যাব সদর দফতরের আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
কালের আলো/টিআরকে/এসআইএল