এবার হেলেনা জাহাঙ্গীরের দুই ‘সহযোগী’ গ্রেপ্তার

প্রকাশিতঃ 11:56 am | August 03, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

রাজধানীর গাবতলী এলাকা থেকে হাজেরা খাতুন ও সানাউল্ল্যাহ নূরী নামের দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তারা হেলেনা জাহাঙ্গীরের কথিত জয়যাত্রা টেলিভিশনে সংবাদ প্রচারের নামে চাঁদাবাজিসহ হেলেনার বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত বলে জানা গেছে।

মঙ্গলবার (০৩ আগস্ট) হেলেনার দুই সহযোগীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ইমরান হোসেন।

তিনি বলেন, আজ (মঙ্গলবার) ভোরে রাজধানীর গাবতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের দুজনকে আটক করা হয়।

এ বিষয়ে মঙ্গলবার দুপুরে কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত বৃহস্পতিবার রাতে দীর্ঘ চার ঘণ্টার অভিযান শেষে হেলেনা জাহাঙ্গীরকে আটক করে র‌্যাবের একটি টিম। পরে শুক্রবার তার বিরুদ্ধে গুলশান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। সে মামলায় শুক্রবার আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পরে সে মামলার তদন্তভার ডিবিতে হস্তান্তর করা হয়।

কালের আলো/এসকে/এমএম