যথাযোগ্য মর্যাদায় বিজিবি’র স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
প্রকাশিতঃ 6:21 pm | March 26, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
নানা আয়োজনের মধ্য দিয়ে ৫০তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার(২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে সকাল বিজিবি’র সকল ইউনিটসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
দিবসের অন্যান্য কর্মসূচীর মধ্যে জাতির শান্তি ও সমৃদ্ধি, মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার শান্তি এবং বিজিবি’র উত্তরোত্তর অগ্রগতি ও একাত্মতা কামনা করে বিজিবি’র সকল সদস্য নিজ নিজ ব্যবস্থাপনায় দোয়া ও মোনাজাত করা হয়। দুপুরে বিজিবি সদস্যদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।
এছাড়া বিজিবি’র সকল ইউনিটে ‘‘আমাদের বঙ্গবন্ধু’’ শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন এবং সন্ধ্যার পর পিলখানাস্থ গুরুত্বপূর্ণ অফিস ভবন ও গেইটসমূহে আলোকসজ্জা করা হয়।
প্রসঙ্গত, গণহত্যা দিবস পালন উপলক্ষে ২৫ মার্চ ২০২০ তারিখ রাত ০৯.০০ ঘটিকা থেকে ০৯.০১ ঘটিকা পর্যন্ত ০১ মিনিট বিজিবি সদর দপ্তরসহ সকল ইউনিটে প্রতীকী ব্ল্যাক আউট কর্মসূচী পালন করা হয়।
কালের আলো/এনআর/এমএইচএ