সুযোগে হ্যান্ডওয়াশের দাম বাড়ালো লাইফবয়!

প্রকাশিতঃ 3:36 pm | March 25, 2020

ডেস্ক রিপোর্ট, কালের আলো:

মাত্র তিন দিনের ব্যবধানে ইউনিলিভারের মত বিশ্ববিখ্যাত কোম্পানি বাংলাদেশে তাদের হ্যান্ডওয়াশের দাম বাড়িয়েছে ৫ টাকা। কিন্তু গত জানুয়ারি মাসে হ্যান্ডওয়াশের দাম ৯০ টাকা থেকে কমিয়ে ৭৫ টাকা করেছিল।

দেশের এই ক্রান্তিলগ্নে এরা আমাদের পাশে দাঁড়ানোর কথা। কারণ বাংলাদেশের কসমেটিক বাজারের বিশাল অংশ তাদের দখলে। বছরের পর বছর তারা ব্যবসা করে যাচ্ছে। অথচ এই মুহূর্তের জরুরি পণ্যের দাম না কমিয়ে বরং বাড়িয়ে দিয়েছে। আফসোস! যে যার অবস্থান থেকে দেশটাকে লুটেপুটে খেয়ে শেষ করছে।

উৎপাদন তারিখ ও মূল্য
১৮-০১-২০২০ = ৭৫ টাকা
১৪-০৩-২০২০ = ৯০ টাকা
১৭-০৩-২০২০ = ৯৫ টাকা

লেখাটি ফেসবুক থেকে সংগৃহীত