করোনাভাইরাস: কারাবন্দিদের আদালতে হাজির না করার নির্দেশ
প্রকাশিতঃ 6:35 pm | March 19, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
করোনা সংক্রমণের কারণে কারাবন্দি আসামিদের জামিন শুনানির জন্য প্রিজন ভ্যানে মামলার শুনানিতে আদালতে হাজির না করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
বৃহস্পতিবার(১৯ মার্চ) সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মো. সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘কারাবন্দি আসামিদের জামিন শুনানির জন্য কারাগার থেকে প্রিজন ভ্যান বা অন্য কোনোভাবে আদালতে হাজির না করার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে প্রধান বিচারপতির নির্দেশ প্রদান করেছেন।’
এ দিকে করোনা সংক্রমণ থেকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে দেশের আদালতগুলো বন্ধ ঘোষণা করা হবে কিনা জানতে চাইলে বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সাংবাদিকদের জানান, আমরা সুপ্রিম কোর্টের বিচারপতিরা (আপিল ও হাইকোর্ট বিভাগ) আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত জানাব।
কালের আলো/এনবি