পঞ্চম বিয়ে করলেন পামেলা অ্যান্ডারসন
প্রকাশিতঃ 11:35 am | January 23, 2020

কালের আলো ডেস্ক:
পঞ্চমবার বিয়ের গাঁটছড়া বাঁধলেন ‘বেওয়াচ’ খ্যাত ৫২ বছর বয়সি অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন।
সংবাদমাধ্যম ‘এমএসএন’-এ প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, হেয়ার ড্রেসার থেকে হলিউডের নামী প্রযোজক হয়ে ওঠা ৭৪ বছর বয়সি জন পিটার্সকে বিয়ে করলেন তিনি। গত ২০ জানুয়ারি তাঁদের বিয়ে হয়।
প্রায় ৩০ বছর আগে জন পিটার্সের সঙ্গে প্রথম ডেটে গিয়েছিলেন পামেলা। প্রথম ডেট করার তিন দশক পর বিয়ে করলেন তাঁরা।
এর আগে পামেলার সঙ্গে যাঁদের বিয়ে হয়েছিল তাঁরা হলেন টমি লি, কিড রক এবং রিক সলোমন। এঁদের মধ্যে রককে দু’বার বিয়ে করেন খ্যাতনামা অভিনেত্রী।
অন্যদিকে, জন পিটার্সের এটি তৃতীয় বিয়ে। অ্যান ওয়ারেন ও ক্রিস্টিন ফোরসিথ-পিটার্সকে বিয়ে করার পাশাপাশি বার্বারা স্টেইস্যান্ডকে তিনি বহু বছর ধরে ডেট করছেন।
পামেলা এর আগে সম্পর্কে জড়িয়েছিলেন ফরাসি ফুটবলার আদলি রামির সঙ্গে। কিন্তু গত বছর তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। পামেলার অভিযোগ ছিল, রামি একসঙ্গে দু’টি সম্পর্কে জড়িয়েছেন।
কালের আলো/এসএস/এডিবি