মোমেনশাহী সেনানিবাসে মুজিববর্ষের ক্ষণগণনা শুরু
প্রকাশিতঃ 6:38 pm | January 10, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ক্ষণগণনা কর্মসূচি ময়মনসিংহের মোমেনশাহী সেনানিবাসেও শুরু হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল সোয়া ৫টায় জাতীয় প্যারেড স্কয়ারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধনের সাথে সাথে মোমেনশাহী সেনানিবাসেও ক্ষণগণনা কর্মসূচি শুরু হয়।
এ সময় সেনানিবাস মাঠে ক্ষণগণনার ঘড়ির সুইচ চেপে এবং কবুতর ও বেলুন উড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন ৭৭ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক।
এতে মোমেনশাহী সেনানিবাসের অফিসার, জেসিও, এনসিও ও সৈনিকরা ছাড়াও সেনানিবাসে অবস্থিত বিভিন্ন স্কুল, কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৭০০ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠান উপলক্ষে সেনানিবাসের বিভিন্নস্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কিত ছবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন দিয়ে সজ্জিত করা হয়।
কালের আলো/এনআর/এমএম