টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রকাশিতঃ 7:46 pm | November 07, 2019

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
দারুণ এক সুযোগ। জিতলেই সিরিজ নিশ্চিত। এমন এক ম্যাচে টস হেরেছেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। অর্থাৎ বাংলাদেশ প্রথমে ব্যাটিং করবে।
দিল্লিতে প্রথম টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে দারুণ এক জয় দিয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। বিপ্লব-মুশফিক-সৌম্যদের দুর্দান্ত নৈপুণ্যে ৭ উইকেটের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।
আজ জিতলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। উপমহাদেশের প্রথম দল হিসেবে ভারতের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জয়ের কৃতিত্ব দেখাবে মাহমুদউল্লাহর দল।
বাংলাদেশ: লিটন কুমার দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাইম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন ও শফিউল ইসলাম।
ভারত: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, স্রেয়াশ আয়ার, রিশব প্যান্ট, শিবম দুবে, করুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, দিপক চাহার ও খলিল আহমেদ।
কালের আলো/এনপিআর/এমএম