আবরার হত্যা : বুয়েট শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রকাশিতঃ 1:00 pm | October 09, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করাসহ ১০ দফা দাবিতে সড়ক অবরোধ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার(৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে বকশিবাজার থেকে পলাশী মোড় পর্যন্ত সড়কের দুই সাইড বেরিকেড দিয়ে সড়ক অবরোধ করে বুয়েটের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, বুয়েটের ভিসি অধ্যাপক ড. সাইফুল ইসলামকে দুপুর ২টায় ক্যাম্পাসে হাজির হওয়ার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। তা না-হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

এ সময় ভিসি বিরোধী ও আবরার হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা।

কালের আলো/এনএম/আরও