ময়মনসিংহে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশিতঃ 1:57 am | September 09, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহে হেল্প প্লাস নামে একটি সংগঠন আয়োজিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও ময়মনসিংহের নদী-প্রকৃতি বিষয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

রোববার (৮ সেপ্টেম্বর) ময়মনসিংহ উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু।

এসময় সুশাসনের জন্য নাগরিক (সুজন) ময়মনসিংহ মহানগর শাখার সম্পাদক আলী ইউসুফ, বিডি ক্লিন ময়মনসিংহের বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট মতিউর রহমান ফয়সাল, হেল্প প্লাস’র পরিচালক সাফরান আহমেদ, সভাপতি সোনিয়া রহমান সরনা, সম্পাদক আশিকুর রহমান রাজুসহ সংগঠটির সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মসিক মেয়র ইকরামুল হক টিটু বলেন, হেল্প প্লাস সংগঠনটি ময়মনসিংহের তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ও আলোকিত মানুষ হিসেবে গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তাদের এ আন্দোলনে সব সময় আমার অংশগ্রহণ থাকবে।

অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ৭৫ জন শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে পেনসিল বক্স, গাছ ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই দেওয়া হয়।

কালের আলো /ওএইচ

Print Friendly, PDF & Email