ময়মনসিংহে ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৪২ জন গ্রেপ্তার
প্রকাশিতঃ 8:46 pm | September 07, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ময়মনসিংহে ছিনতাই, জুয়া, মাদক কারবারের অভিযোগে এবং বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৪২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার(৭ সেপ্টেম্বর) গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে।
কোতোয়ালি থানা পুলিশ ও থানার অন্তর্ভুক্ত তিন ফাঁড়ি পুলিশ এদিন পৃথক অভিযান পরিচালনা করে।
কোতোয়ালি থানা পুলিশ জানায়, শনিবার ডাকাতির প্রস্তুতিকালে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের অধিকাংশই কিশোর। তাদের নামে একাধিক ছিনতাই মামলা রয়েছে। বাকি গ্রেপ্তাররা ছিনতাই, জুয়া, মাদক কারবারে জড়িত।
কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, থানা পুলিশ নগরীর শান্তি শৃঙ্খলা রক্ষায় তৎপর রয়েছে। প্রতিদিন বিভিন্ন ঘটনায় আসামি গ্রেপ্তার করা হচ্ছে।
কালের আলো/এএম/বিও