জাবিতে ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি দেলোয়ার, সা: সম্পাদক দীপ্ত
প্রকাশিতঃ 1:09 pm | August 25, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ সমিতির ২০১৯-২০ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সভাপতি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ৪৪ তম ব্যাচের শিক্ষার্থী দেলোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক করা হয়েছে প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী মশিউর রহমান দীপ্তকে।
এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে পরিসংখ্যান বিভাগের ৪৪ তম ব্যাচের তানভীর আহমেদ পিয়াসকে মনোনিত করা হয়েছে।
শনিবার (২৪ আগস্ট) সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মনোনিত এ কমিটি পরবর্তীতে পূর্ণাঙ্গ ও পরবর্তী কমিটি গঠন করবে।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ময়মনসিংহ জেলার পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে এই সংগঠন পরিচালিত হয়। শিক্ষার্থীদের সহযোগিতার পাশাপাশি জেলার সংস্কৃতি তুলে ধরতে বিভিন্ন আয়োজন করে থাকে এ সংগঠন।
কালের আলো/ওএইচ