ময়মনসিংহে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার
প্রকাশিতঃ 11:43 pm | July 21, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ময়মনসিংহে আবুল কাশেম (৩০) হত্যা মামলার পলাতক আসামি নাহিদকে (২৩) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
রোববার (২১ জুলাই) বিকেলে র্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাবের সহকারী পুলিশ সুপার মো. তফিকুল আলম জানান, কাশেম হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি নাহিদ এক বছরের বেশি সময় ধরে পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২০ জুলাই) রাত ৯টার দিকে গাজীপুরের বাঘের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-১৪ এর সদর কোম্পানির একটি দল।
গত বছরের ২ এপ্রিল পূর্ব শত্রুতার জেরে ময়মনসিংহ সদরের চরসিরতা ইউনিয়নের যুবলীগ নেতা আবুল কাশেমকে স্থানীয় জয়বাংলা বাজারে কুপিয়ে হত্যা করে নাহিদসহ অন্যান্য আসামিরা।
কালের আলো/এআর/এমএম