৪ দিনের সরকারি সফরে তুরস্ক যাচ্ছেন সেনাবাহিনী প্রধান

প্রকাশিতঃ 4:47 pm | February 17, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

চার দিনের সরকারি সফরে তুরস্ক যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। আগামী মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) তিনি তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

রোববার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারি পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে তিনি তুরস্কে চলমান ১৭ টি দেশের অংশগ্রহণে মাল্টি ন্যাশনাল উইন্টার এক্সারসাইজ কেআইএস-২০১৯ এর চূড়ান্ত মহড়া পরিদর্শন করবেন।

প্রসঙ্গত, এ মাল্টি ন্যাশনাল এক্সারসাইজে বাংলাদেশ সেনবাহিনীর ৩১ সদস্যের একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করছে। সফর শেষে আগামী ২২ ফেব্রুয়ারি দেশে ফিরবেন সেনাবাহিনী প্রধান।

এর আগে, গত পহেলা ফেব্রুয়ারি সেনাপ্রধান সৌদি আরব সফর করেন। সাতদিনের ওই সফরে সৌদি সরকারের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ‘বাদশাহ আবদুল আজিজ মেডেল অব এক্সিলেন্স’ প্রদান করা হয়। এছাড়াও সফরকালে সৌদি আরবের সাথে বাংলাদেশের প্রতিরক্ষা সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

কালের আলো/ওএইচ