মঙ্গলবার থেকে মডার্নার টিকাদান শুরু
প্রকাশিতঃ 4:35 pm | July 11, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ
রাজধানী ঢাকাসহ সকল সিটি কর্পোরেশন এলাকায় মডার্নার গণটিকাদান কর্মসূচি মঙ্গলবার (১৩ জুলাই) থেকে শুরু হচ্ছে।
রবিবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত করোনা পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল বুলেটিনে অংশ নিয়ে কোভিড-১৯ ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এ কথা জানিয়েছেন।
ঢাকা সিটি কর্পোরেশন এলাকার ৪০টি সরকারি হাসপাতাল ও ঢাকার বাইরে সিটি কর্পোরেশন এলাকায় বিভিন্ন হাসপাতালে এ টিকা দেয়া হবে।
ডা. শামসুল হক বলেন, যুক্তরাষ্ট্র থেকে আসা কোভ্যাক্স সুবিধায় পাওয়া মডার্নার টিকা দেয়া হবে দেশের ১২ সিটি করপোরেশন এলাকায়। আগামী মঙ্গলবার থেকে এই টিকা দেয়া শুরু হবে।
তিনি বলেন, সোমবার থেকে দেশের জেলা, উপজেলা হাসপাতালগুলোতে চীনের সিনোফার্ম ও মঙ্গলবার থেকে সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে কোভ্যাক্সের মডার্নার টিকা প্রয়োগ শুরু হবে। আজকের মধ্যেই কেন্দ্রগুলোতে টিকা পৌঁছে দেওয়া হবে। এরই মধ্যে মডার্নার টিকা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে।
কালের আলো/আরএস/এমএইচএস