সড়কে বেড়েছে গাড়ির চাপ, সক্রিয় চেকপোস্ট
প্রকাশিতঃ 1:09 pm | July 10, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
রাজধানীতে মোটরসাইকেল, রিকশায় জরুরি প্রয়োজনে সাধারণ জনগণ গন্তব্যে গেলেও আগের তুলনায় সড়কে ব্যক্তিগত গাড়ি বেড়েছে। গাড়ির পাশাপাশি রিকশার সংখ্যাও তুলনামূলকভাবে অনেক বেড়েছে। তবে পুলিশি কড়া নজরদারি রয়েছে। অপ্রয়োজনে কেউ বের হলে মামলা দিচ্ছে।
এছাড়া একই সঙ্গে আজও মাঠে তৎপর রয়েছে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবি। রাজধানীর বিভিন্ন পয়েন্টে টহল দিচ্ছেন তারা।
জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হলে জরিমানা এবং গ্রেফতারও করা হচ্ছে। তবে জরুরি পরিষেবায় নিয়োজিতরা পরিচয়পত্র দেখিয়ে ও প্রয়োজনীয়তার বিষয়টি তল্লাশির সময় আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে গন্তব্যে বা কর্মস্থলে যেতে পারছেন।
শনিবার (১০ জুলাই) সাপ্তাহিক ছুটি হলেও সকাল থেকেই রাজধানীর সড়কে মানুষ ও যানবাহনের উপস্থিতি বেশ লক্ষ্য করা গেছে। ফলে ঢাকার বিভিন্ন সড়কে পুলিশের চেকপোস্টে দীর্ঘ জটলাও দেখা গেছে।
শনির আখড়া, রায়েরবাগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চেকপোস্ট ঘুরে দেখা গেছে ব্যক্তিগত গাড়ির পাশাপাশি রাস্তায় রিক্সার সংখ্যা বেড়েছে। কিছু কিছু যায়গায় ব্যাটারি চালিত রিক্সাও দেখা গেছে।
রাজধানীর আব্দুল্লাহপুর, আজমপুর, এয়ারপোর্ট, প্রগতি সরণি, রামপুরা, মালিবাগ, গুলশান, বাড্ডা ও কুড়িল বিশ্বরোড এলাকা ঘুরে দেখে গেছে, গতকাল শুক্রবারের তুলনায় আজ সড়কে মানুষ ও ব্যক্তিগত যানবাহনের সংখ্যা বেশ বেড়েছে। এরই সঙ্গে রিকশা ও মোটারসাইকেলের দাপটও সড়কে লক্ষ্য করা দেখা গেছে। তবে গণপরিবহনের সংকটের কারণে অনেক যাত্রীকেই নির্দিষ্ট গন্তব্যে যেতে ভোগান্তি পোহাতে হচ্ছে।
প্রসঙ্গত, ১ জুলাই থেকে এক সপ্তাহের লকডাউন দিলেও পরবর্তীতে তা আরও এক সপ্তাহ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। কঠোর লকডাউন সফল করতে দূরপাল্লার পরিবহনসহ সব ধরনের গণপরিবহন বন্ধ করেছে। তবে রিকশা ও মোটরসাইকেল বিধিনিষেধের আওতার বাইরে আছে।
কালের আলো/ডিএসকে/এমএম