দগ্ধদের মরদেহ চেনার কোন উপায় নেই, শনাক্তে সময় লাগবে : সিআইডি

প্রকাশিতঃ 10:45 pm | July 09, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধদের মরদেহ দেখে চেনার কোনও উপায় নেই বলে জানিয়েছে সিআইডি।

এছাড়া ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহ শনাক্ত করতে অন্তত ২১ থেকে ৩০ দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (৯ জুলাই) রাতে মরদেহ মার্কিং শেষ করে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।

শুক্রবার (৯ জুলাই) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে সিআইডির বিশেষ পুলিশ সুপার (ফরেনসিক) রোমানা আক্তার সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘প্রত্যেকটি মরদেহের থেকে দাঁত ও হাড় সংগ্রহ করা হবে। দাঁত ও হাড়ের মাধ্যমে ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করতে অন্তত ২১ দিন সময় লাগে।’

মরদেহ হস্তান্তর পুলিশের বিষয় জানিয়ে তিনি বলেন, ‘ফরেনসিক বিভাগের শনাক্ত করতে ২১-৩০ দিন সময় লাগে। আর এখানে পাঠানো মরদেহগুলোর ডিএনএ নমুনা সংগ্রহ করে শনাক্ত ছাড়া আর অন্য কোনোভাবে শনাক্তের উপায় নেই।’

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর মনির বলেন, ‘উচ্চমাত্রায় বার্ন হলে যে অবস্থা হয়, এই মরদেহগুলোরও তেমনি অবস্থা। দু-একজন ছাড়া বাকিগুলো বোঝা যায় না। অনেকের মরদেহ কুঁচকে গেছে। নারী না পুরুষ তাও বোঝার উপায় নেই।’

সহকারী ডিএনএ অ্যানালাইসিস্ট নুসরাত ইয়াসমিন বলেন, ‘এ পর্যন্ত ১৬ জন স্বজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আগামীকাল শনিবার সকাল থেকে আবার নমুনা সংগ্রহ করা হবে।’ নমুনা দিতে তিনি কাছের আত্মীয় যেমন- বাবা, মা, ভাই-বোনদের আসার অনুরোধ জানান।

বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলের দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের হাশেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৫২ জনের মৃত্যু হয়।

কালের আলো/ডিএসবি/এমএম