অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ী কাউকে ছাড় দেওয়া হবে না : র‌্যাব ডিজি

প্রকাশিতঃ 6:53 pm | July 09, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় যাদের অবহেলা ও গাফিলতি রয়েছে তদন্তে সব বেরিয়ে আসবে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আব্দুলাহ আল মামুন।

তিনি বলেছেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজ ফ্যাক্টরিতে আগুন লাগার ঘটনা তদন্ত করা হবে। তদন্তে এই ঘটনার জন্য দায়ী হিসেবে যাদের নাম আসবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

শুক্রবার (৯ জুলাই) বিকেল ৪টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের র‌্যাব ডিজি এ কথা বলেন।

র‌্যাব ডিজি চৌধুরী আব্দুলাহ আল মামুন বলেন, আগুনের কারণ জানতে জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। তারা তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন দেবেন। প্রতিবেদনে কারো গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ঘটনার জন্য দায়ী কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, গতকাল (বৃহস্পতিবার) এখানে একটি মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৫২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও তল্লাশি চালানো হচ্ছে, কেউ যদি কোনোভাবে প্রাণে বেঁচে থাকে তাকে উদ্ধারেরও চেষ্টা করা হচ্ছে।

‘আমরা ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্টদের উদ্ধার কাজে সহায়তা করতে এখানে এসেছি।’

র‍্যাবের মহাপরিচালক বলেন, এই ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি, কল কারখানা অধিদপ্তরের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

‘এসব তদন্ত রিপোর্টে আগুন লাগার সঠিক কারণ বেরিয়ে আসবে। এই ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

র‌্যাব ডিজি আরও বলেন, এখানকার সকল শ্রমিক ভাইদের ধৈর্য ধরার অনুরোধ করছি। যাতে কেউ মিথ্যা বা কোনো গুজব না ছড়ায় সেদিকেও নজর দিতে হবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৮ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে ওই কারখানা ভবনের নিচতলায় আগুন লাগে। মুহূর্তেই আগুন ভবনের অন্যান্য তলায় ছড়িয়ে পড়ে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৫২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে ৪৯ জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কালের আলো/ডিএসবি/এমএম