ঈদের দিন ঝড়-বৃষ্টির আশঙ্কা

প্রকাশিতঃ 7:54 pm | May 13, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ

সারা দেশে আগামীকাল শুক্রবার(১৪ মে) ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে এবার ঈদ কাটবে ঝড়-বৃষ্টির মধ্যে। এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার(১৩ মে) বিকেলে আবহাওয়াবিদ মোহাম্মদ আফতাব উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে। এ কারণে আগামীকাল সারাদিন দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তাই ঈদের দিন বৃষ্টি থাকতে পারে।’

এ দিকে আবহাওয়া অধিদপ্তর আজ এক পূর্বাভাসের মাধ্যমে জানিয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা এবং ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

কালের আলো/বিএস/এমএমআরকে