‘স্যালাইন-ওষুধ দিয়ে বিএনপিকে আর সুস্থ করা যাবে না’

প্রকাশিতঃ 9:27 pm | April 30, 2021

কালের আলো সংবাদদাতা:

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী অভিযোগ করে বলেছেন, করোনা নিয়ে বিএনপি আতঙ্ক ছড়াচ্ছে। দলটির নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নিয়মিত অপপ্রচার ছড়াচ্ছেন। তিনি বলেন, ‘বিএনপির মহাসচিব বলছেন, লকডাউনের ক্র্যাকডাউন হয়ে গেছে। আমি তো বলব, বিএনপিই ক্র্যাকডাউন হয়ে গেছে।’

প্রতিমন্ত্রী বিএনপিকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা ক্ষমতায় থাকালীন সময়ে এতই অপকর্ম করেছেন যে, যতই স্যালাইন ও ওষুধ দেন না কেন- এই বিএনপিকে আর জীবিত ও সুস্থ করে তোলা সম্ভব নয়। বাংলার মানুষ আপনাদের কাছে কোনো ভরসা পায় না।’

শুক্রবার(৩০ এপ্রিল) দিনাজপুরের বিরল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কোভিড সুরক্ষা সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, ‘এখন তথাকথিত কিছু উগ্র নেতৃত্ব তৈরি হয়েছে। তারা ইসলামের নাম করে কখনও হেফাজতের ওপর ভর করতেছে। কখনও নিজেরাই আত্মহুতি দেওয়ার ঘোষণা করছে। কিন্তু বাংলার মানুষ তাদের ওপর কোনো ভরসা খুঁজে পায় না। তারা ভরসা পায় শেখ হাসিনার প্রতি। একটি রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে, জনগণকে সাহসী করে তোলা। যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই করোনাকালে করছেন। আর অন্যরা মানুষকে আতঙ্কিত করছে।’

‘আমরা অনেক সৌভাগ্যবান যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো একজন নেতা পেয়েছি। এমন অভিজ্ঞতা সম্পন্ন রাষ্ট্র কিংবা সরকারপ্রধান বর্তমান পৃথিবীতে বিরল। এই মুহূর্তে তাঁর চেয়েও বেশি সময় দেশ পরিচালনার অভিজ্ঞতা পৃথিবীর আর কোনো নারীনেত্রীর নেই। তিনি ইন্দিরা গান্ধী ও মার্গারেট থেচারকে ছাড়িয়ে গেছেন’, যোগ করেন প্রতিমন্ত্রী।

বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবুজার সিদ্দিক সাগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমাকান্ত রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিনাত রহমান প্রমুখ।

এর আগে প্রতিমন্ত্রী বিরল কেন্দ্রীয় জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

কালের আলো/জেএসডি/এমএম

Print Friendly, PDF & Email