ফারিয়ার এক্স হাজবেন্ডের কারেন্ট গার্লফ্রেন্ডের জন্মদিন!

প্রকাশিতঃ 4:57 pm | April 24, 2021

শোবিজ ডেস্ক, কালের আলোঃ

ব্যক্তিগত জীবন নিয়ে তেমন কোন রাখঢাক করেন না ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। সাহসের সঙ্গে নিজের সকল অনুভূতি প্রকাশ করেন তিনি। এবার প্রাক্তন স্বামীর বর্তমান প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

গত বছরের শেষ দিকে বিয়ের ঠিক এক বছর নয় মাসের মাথায় বিচ্ছেদ ঘটে অভিনেত্রী শবনম ফারিয়ার। বর হারুন অর রশীদ অপুকে গেল বছরের ২৭ নভেম্বর ডিভোর্স দেন তিনি। দু’জনের সম্মতিতেই এই বিচ্ছেদ হয়েছে বলে জানিয়েছিলেন এই অভিনেত্রী।

শনিবার (২৪ এপ্রিল) ফারিয়ার সাবেক স্বামী হারুন অর রশীদ অপুর বর্তমান গার্লফ্রেন্ডের জন্মদিন।

তাকে শুভেচ্ছা জানিয়ে ফারিয়া ফেসবুকে লিখেছেন, এক্স হাজবেন্ডের কারেন্ট গার্লফ্রেন্ডের জন্মদিন! আহা…জন্মদিনে কি আর দেবো তোমায় উপহার? বাংলায় নাও ভালোবাসা, হিন্দীতে নাও পেয়ার!

ফারিয়ার পোস্টে লাক্স তারকা জাকিয়া বারি মম লিখেছেন, তুই খুব দুষ্টু মেয়ে।

শবনম ফারিয়ার এমন শুভেচ্ছাবার্তার কাণ্ডে বেশ হতচকিত তার বন্ধু ও অনুরাগীরাও। একজন মজা করে কমেন্টে লিখেছেন, হারুন ভাইয়ের জয় হোক। তার উত্তরে ফারিয়া লিখেছেন, যুগে যুগে হারুন ভাইদের জয় হয়ে আসছে।

প্রসঙ্গ, ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিয়েবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী শবনম ফারিয়া ও বেসরকারি চাকরিজীবী হারুন অর রশীদ অপু। এর আগে ২০১৫ সালে ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় হয়। এরপর বন্ধুত্ব এবং প্রেম।

কালের আলো/আরএস/এমএইচএস