১৭ এপ্রিল থেকে প্রবাসীদের জন্য বিমানের বিশেষ ফ্লাইট
প্রকাশিতঃ 12:34 am | April 16, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
সর্বাত্মক লকডাউনে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জন্য আগামী ১৭ এপ্রিল থেকে বিশেষ ফ্লাইট চালু করছে বিমান। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুর- এই পাঁচটি দেশে প্রবাসী কর্মীদের আনা-নেওয়া করা হবে বিশেষ এ ফ্লাইটগুলোতে।
বৃহস্পতিবার(১৬ এপ্রিল) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিমান জানায়, আগামী ১৭ই এপ্রিল সকাল ৬টা হতে রিয়াদ, দাম্মাম, জেদ্দা, দুবাই, আবুধাবী, মাস্কাট, দোহা ও সিংগাপুর গন্তব্যে স্পেশাল ফ্লাইট পরিচালনা করবে বিমান।
সেই সময়ের সিডিউল ফ্লাইটে আসন সংরক্ষিত সম্মানিত যাত্রীদের করোনার নেগেটিভ সনদ সহ যাত্রার ৬ ঘন্টা পূর্বে বিমান বন্দরে উপস্থিত হওয়ার জন্য বিমানের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
এছাড়া রিয়াদগামী ১৭ই এপ্রিলের স্পেশাল ফ্লাইট বিজি৫০৩৯ ভোর ৪টার পরিবর্তে সকাল ০৬:১৫ ঘটিকায় ছাড়বে।
বিস্তারিত তথ্যের জন্য যেকোনো বিমান সেলস্ অফিস অথবা বিমান কল সেন্টার নাম্বার ০১৯৯০ ৯৯৭ ৯৯৭ এ যোগাযোগ করার জন্য বিমানের পক্ষ থেকে বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে।
কালের আলো/এসবি/এমএম