আমির খানের সঙ্গে সিনেমায় সানি লিওন

প্রকাশিতঃ 3:20 pm | April 06, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

আমির খানের সঙ্গে সিনেমায় কাজ করা স্বপ্নের ব্যাপার। তার সঙ্গে অভিনয় করতে চাইবেন না এমন নায়িকা বলিউডে পাওয়া যাবে না। তবে অভিনয়ের ব্যপারে দ্বিমত পোষণ করেছিলেন বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওন।

তিনি বলেছেন, আমির নিজেই আমার সঙ্গে কোনো সিনেমায় অভিনয় করতে চাইবেন না। কারণ আমার আগের ক্যারিয়ার এর জন্য।

আমির খান তাঁর ছবিতে অভিনয়ের জন্য সানি লিওনের নাম প্রস্তাব করেছেন।

সানির মন্তব্য নিয়ে এক টুইট বার্তায় আমির জানান, আমি জানি না সানি কেন এমনভাবে নিজেকে চিন্তা করেছে। আমি অবশ্যই তার সঙ্গে সিনেমায় অভিনয় করতে চাই। আমি মনে করি সানি তার বিনয় প্রকাশ করেছে। তার অতীত ক্যরিয়ার নিয়ে কোনো কিছুই চিন্তা করি না। সে একজন অভিনেত্রী।

আর তাই তিনি নিজের ছবিতে অভিনয়ের জন্য সানি লিওনের নাম প্রস্তাব করেছেন।

কালের আলো/এমএইচএস/এসএস