করোনার প্রকোপের মধ্যে টিকা নিলেন শাকিব খান
প্রকাশিতঃ 5:56 pm | April 05, 2021

শোবিজ ডেস্ক, কালের আলোঃ
করোনার দ্বিতীয় ঢেউ দেশে। প্রতিনিয়ত মৃত্যু ও শনাক্ত বাড়ছে। এর মধ্যেই পাবনায় ‘অন্তরাত্মা’ ছবির শুটিং করছিলেন শাকিব খান। শুটিং শেষ করেই ঢাকায় ফিরেছেন তিনি। ফিরেই হাসপাতালে ছুটলেন টিকা নিতে।
প্রায় ১ মাস শুটিং শেষে পাবনা থেকে আজ (৫ এপ্রিল) সকালে ঢাকায় ফিরেছেন তিনি। ফিরেই রাজধানীর একটি হাসপাতালে উপস্থিত হয়ে টিকার প্রথম ডোজ গ্রহণ করেন।
সোহানী হোসেনের প্রযোজনায় ‘অন্তরাত্মা’ ছবিটি পরিচালনা করেন ওয়াজেদ আলী সুমন। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক।
‘অন্তরাত্মা’ সিনেমার গল্প সোহানী হোসেনের আর চিত্রনাট্য লিখেছেন ফেরারী ফরহাদ।
ঈদকে কেন্দ্র করেই ছবিটি নির্মিত হচ্ছিল। তবে করোনার প্রকোপ বাড়লে সিনেমা হল বন্ধের ঘোষণা আসবে তা বলার অপেক্ষা রাখে না। সেক্ষেত্রে ঈদে মুক্তি পাবে না ছবিটি।
এদিকে শাকিব খানের হাতে রয়েছে নাট্যনির্মাতা তপু খানের ‘লিডার : আমিই বাংলাদেশ’ নামের একটি ছবি। ছবিটিতে শাকিবের বিপরীতে রয়েছেন শবনম বুবলী।
কালের আলো/এসবিএম/এলএল