মিল্লাত ফাউন্ডেশনের উদ্যোগে সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশিতঃ 7:36 pm | February 09, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিমে মিল্লাত ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সিরাত প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(০৯ ফেব্রুয়ারি) সকালে আছিম তা’লীমুল মিল্লাত দাখিল মাদ্রাসায় এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার সভাপতি এটিএম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহসিনা বেগম।
এতে বিশেষ অতিথি ছিলেন- ফুলবাড়িয়া দক্ষিণের মাদ্রাসা উন্নয়ন সংস্থার সভাপতি মাওলানা আব্দুল মোন্নাফ, ফুলবাড়িয়া মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি মাওলানা আব্দুল হক, আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রেজ্জাক, আছিম আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হাকিম, আদর্শ উচ্চ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক র.ই.শামস আল আসাদ, বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, আছিম ইসলামিক কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. গোলাম ফারুক।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, আমাদের প্রত্যেককেই মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনী থেকে শিক্ষা নিয়ে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। একইসাথে মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারন করে পরিপূর্ণ দেশপ্রেমিক হতে হবে। তাহলেই আমরা সুন্দর সমাজ তথা সোনার বাংলাদেশ পাব ।
প্রতিযোগিতায় তিনটি ক্যাটাগরিতে বিজয়ী মোট ৩০ জনের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এর আগে, রাসূল (সাঃ) এর জীবনী ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিষয়ে মিল্লাত ফাউন্ডেশনের উদ্যোগে গত ২৯ জানুয়ারি সিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে ২৪০ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন।
কালের আলো/ওএইচ/এমএইচএ