শৈলকুপায় ট্রাক-নছিমন সংঘর্ষে নিহত ৭
প্রকাশিতঃ 8:32 pm | January 13, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ
ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকের চাপায় নসিমনের সাত যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন।
বুধবার(১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম এই তথ্য গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শৈলকুপা শেখপাড়া এলাকা থেকে নসিমন যোগে বেশ কিছু নির্মাণ শ্রমিক কাজ শেষে ঝিনাইদহ শহরের দিকে আসছিলেন। এ সময় একটি ট্রাক নসিমনটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ছয়জন মারা যান। পরে আরও একজনের মৃত্যু হয়।
আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কালের আলো/এনএল/এমএইচএ