করোনাভাইরাসের টিকা নিলেন অভিনেত্রী নওশীন
প্রকাশিতঃ 11:00 am | January 13, 2021

শোবিজ ডেস্ক, কালের আলো:
করোনাভাইরাস রুখতে ফাইজার-বায়োএনটের টিকার প্রথম ডোজ নিলেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা নওশীন নেহরিন মৌ। মঙ্গলবার(১২ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের সময় সন্ধ্যায় নিউ ইয়র্কের কুইন্সের একটি হাসপাতালে গিয়ে তিনি এই টিকা নেন। পরে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে নওশীন এ খবর জানান।
স্বামী আদনান ফারুক হিল্লোলের সঙ্গে কয়েক বছর ধরে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি। দেশটির স্বাস্থ্য বিষয়ক একটি সংগঠনে কাজের সুবাদে `সম্মুখযোদ্ধা’ হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে টিকার প্রথম ডোজ পেয়েছেন নওশীন।
তবে অভিনেতা হিল্লোল এখনও টিকা পাননি; শিগগিরই পাবেন বলে আশা করছেন তিনি।
তিনি ফেইসবুক লিখেছেন, ‘কোভিড-১৯-এর টিকার প্রথম ডোজ নিয়েছি। সকল প্রশংসা আল্লাহর।’
তিন সপ্তাহ পর টিকার দ্বিতীয় ডোজ নেবেন বলে জানান নওশীন।
কালের আলো/ডিএসবি/এমএম