এই দিনে হত্যা করা হয়েছিলো বাকৃবি ছাত্রলীগের তিন নেতাকে

প্রকাশিতঃ 12:42 pm | January 12, 2021

কালের আলো সংবাদদাতা:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি কালো ও বেদনাবিধুর দিন ১২ জানুয়ারি। কেননা এই দিনে হত্যা করা হয়েছিল বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অকুতোভয় তিন বীর সেনানীকে।

ঘটনা ১৯৮০ সালের, তৎকালীন সরকারের মদদপুষ্টরা প্রকাশ্য দিবালোকে নির্মম ও পৈচাশিকভাবে সময়ের সাহসী তিন সন্তানকে হত্যা করে।

সেদিন শহীদ মো: শওকত আলী,শহীদ খুরশিদ মোহাম্মদ মহসীন, শহীদ মো: ওয়ালী উদ্দিন শিকদারকে নির্মম ভাবে হত্যা করা হয়েছিলো। আজ ও বাকৃবি পরিবার এ ক্ষতচিহ্ন বয়ে নিয়ে চলছে।

আজকের এই দিনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পরিবার বিনম্র শ্রদ্ধায় স্বরণ করছেন তিনজন বীর শহীদকে। স্বরণ করছেন সেই ঐতিহাসিক শ্লোগান শওকত-ওয়ালী-মহসীন,রক্ত দিয়ে শুধবো ঋণ।

কালের আলো/এসবি/এমএইচএ

Print Friendly, PDF & Email