২ কলেজছাত্র হত্যা মামলার আসামি নাহিদ রিমান্ডে
প্রকাশিতঃ 10:45 pm | January 10, 2018

স্টাফ রিপোর্টার | কালের আলো: ময়মনসিংহ জেলার সীমান্ত উপজেলা হালুয়াঘাটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই কলেজছাত্রকে হত্যার মামলার প্রধান আসামি নাহিদকে ৩ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে আসামি অন্যের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা চালাচ্ছেন বলে দাবি করেছে পুলিশ।
দুই কলেজছাত্র হত্যার এজাহারভুক্ত অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে বুধবার (১০ জানুয়ারি) বিকেলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া।
পুলিশ জানায়, গত শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হালুয়াঘাট উপজেলা সদরের সাহা পাড়ায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ নিয়ে দু’পক্ষ সালিশে বসে। সেখানে তা ঝগড়ার পর্যায়ে গেলে উত্তেজিত প্রতিপক্ষ আকাশ (২৩) ও সৌরভকে (২২) ছুরিকাঘাত করে। তাদের স্থানীয় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরদিন রোববার (৭ জানুয়ারি) দুপুরে নিহত আকাশের বাবা হালুয়াঘাট শহীদ স্মৃতি কলেজের অধ্যাপক মজিবুর রহমান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় ৯ জনকে আসামি করা হয়। ওইদিন বিকেলেই পুলিশ মামলার এজাহারভুক্ত প্রধান আসামি নাহিদকে (৩২) গ্রেফতার করে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া বলেন, সোমবার (৮ জানুয়ারি) আদালতে নাহিদকে হাজির করে রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ আদালত তিরদিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদ করা হলেও সে হত্যার দায় স্বীকার করেনি।
তবে চতুর এ খুনি ছুরিকাঘাত করা ২-৩ জনের নাম বলেছে। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।