পুলিশ সদস্যের বিরুদ্ধে তরুণীকে পিটিয়ে জখমের অভিযোগ

প্রকাশিতঃ 8:43 pm | August 30, 2018

রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা, কালের আলো: ঢাকা রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত পুলিশ কনেস্টবল শাহাদাৎ সিকদার বিরুদ্ধে ঝালকাঠির রাজাপুরের ফাহিমা আক্তার (২০) নামের এক তরুণীকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে।

জমি নিয়ে বিরোধের জের ধরে বুধবার দুপুর ২ টার দিকে উপজেলার পুটিয়াখালি গ্রামের সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে। আহত ফাহিমা আক্তার উপজেলার পুটিয়াখালি গ্রামের সৈয়দ আলি সিকদারের মেয়ে।

ফাহিমা আক্তার অভিযোগ করে বলেন, রাজাপুর থানার এএসআই আবুল কালাম ফাহিমার বাসার সামনে গিয়ে ডাকলে ফাহিমা বাসা থেকে বের হলে আবুল হোসেন সিকদারের ছেলে ঢাকা রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত পুলিশ সদস্য শাহাদাৎ সিকদার ও তার ভাই বোন ফাহিমার ওপর লাঠি দিয়ে হামলা চালায়। ফাহিমাকে এলোপাথারি মারপিট করে আহত করে। আহত ফাহিমা আক্তারকে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত পুলিশ সদস্য শাহাদাৎ সিকদার মুঠোফোনে জানান, আমি কোন প্রকার মারামারি করিনি। আমার বোনদেরকে আমি থামিয়ে দেয়ার চেষ্টা করেছি। বোনদের সাথে হাতাহাতির সময় হয়ত ফাহিমা পরে গিয়ে মাথায় আঘাত পেয়েছে।

কালের আলো/ওএইচ

Print Friendly, PDF & Email