আঞ্জুমানে ঈদ জামাতে দেশের শান্তি ও উন্নয়ন কামনা

প্রকাশিতঃ 1:35 pm | August 22, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
উৎসবমুখর পরিবেশে ত্যাগের মহিমায় ময়মনসিংহে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। (২২ আগষ্ট) সকাল ৮ টার দিকে শহরের ঐতিহ্যবাহী আঞ্জুমান ঈদগাহ মাঠে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের নামাজের জন্য এই মাঠে মুসল্লিদের ঢল নামে। নামাজ শুরুর আগেই কানায় কানায় ভরে ওঠে মাঠ। মাঠে নামাজের কাতার ছাপিয়ে সড়কেও ছড়িয়ে পড়ে। সকাল ৯ টার দিকে এই মাঠে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। তবে দ্বিতীয় জামাতে মুসল্লী সংখ্যা ছিল নগণ্য।

ঈদের জামাত শুরুর আগে মুসল্লীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, ময়মনসিংহ পৌরসভার মেয়র মো: ইকরামুল হক টিটু।
ঈদ উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ছিলো একে অপরের কোলাকুলি। ঈদ জামাত শেষে চিরায়ত এই দৃশ্যই চোখে পড়ে শহরের আঞ্জুমান এই ঈদগাহ মাঠে।

ঈদের নামাজ শেষে দেশের শান্তি, উন্নয়ন ও মুসল্লিম উম্মাহ’র সুদৃঢ় ঐক্য কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এছাড়া শহরের বিভিন্ন এলাকার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

কালের আলো/ওএইচ

Print Friendly, PDF & Email