খুলনায় অসহায় ও কর্মহীন পরিবারের পাশে নৌবাহিনী

প্রকাশিতঃ 6:38 pm | October 27, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

দেশব্যাপী করোনা পরিস্থিতি, নদী ভাঙ্গন, প্রাকৃতিক দূর্যোগ ও বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনার দিঘলীয়া, জাবুসা ও মাথাভাঙ্গা এলাকায় অসহায় ও কর্মহীন মানুষের মাঝে জীবিকা নির্বাহের উপকরণ প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী।

মঙ্গলবার (২৭ অক্টোবর) কমান্ডার খুলনা নেভাল এরিয়ার তত্ত্বাবধানে বন্যায় ক্ষতিগ্রস্ত দিঘলীয়া, জাবুসা ও মাথাভাঙ্গা এলাকার ৭০টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে রিক্সা, ভ্যান, সেলাই মেশিন ও ছাগল বিতরণ করা হয়।

এছাড়া নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাগুলোর মধ্যে উপকূলীয় জেলাবরগুনা সদর, আমতলী, বেতাগী, বামনা, পাথর ঘাঁটা এবং তালতলী উপজেলা সমূহে গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদানসহ বিভিন্নজন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে নৌবাহিনী।

প্রসঙ্গত, দেশের এই সংকটময় পরিস্থিতি মোকাবেলায় প্রত্যন্ত অঞ্চলে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের সহায়তায় নৌবাহিনী নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে এবং পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

কালের আলো/এসবি/এমইচএ