বিইউপির সঙ্গে ডিসিসিআই’র সমঝোতা স্মারক, বৃদ্ধি পাবে দ্বিপক্ষীয় সম্পর্ক
প্রকাশিতঃ 5:38 pm | October 27, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
খোলনলচে পাল্টে নতুন নতুন কনসেপ্ট নিয়ে এগিয়ে যাচ্ছে ‘বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)। সেই ধারাবাহিকতায় এবার তারা ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) মিরপুর সেনানিবাসে বিইউপি’র বিজয় অডিটরিয়ামে দুই পক্ষের মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এই সমঝোতা স্মারকের ফলে অ্যাকাডেমিক ও গবেষণার ক্ষেত্রে উভয়ের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, অফিস অব দি ইভেলুয়েশন, ফ্যাকাল্টি অ্যান্ড কারিকুলাম ডেভেলপমেন্টের (ওইএফসিডি) উদ্যোগে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপি’র উপাচার্য মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি শামস মাহমুদ এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিইউপি’র বঙ্গবন্ধু চেয়ারের অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন ।
সমঝোতা স্মারক অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এ সমঝোতা স্মারকের মাধ্যমে বিইউপির শিক্ষার্থী এবং ফ্যাকাল্টি মেম্বারদের ওয়েবার প্রদান, বিইউপি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ প্রদান, যৌথভাবে সেমিনার, ওয়ার্কশপ, জব ফেয়ার ও কোর্স পরিচালনাসহ আরও বিভিন্ন সুযোগ অবারিত হবে।
সমঝোতা স্মারক অনুষ্ঠানে বিইউপির রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. মেফতাউল করিমসহ বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, ডিসিসিআই’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিইউপি’র উপাচার্য মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসানের নেতৃত্বে দেশের সব উচ্চ শিক্ষালয় থেকেই স্বতন্ত্র এক অবস্থান বিনির্মাণ করেছে দেশের ২৯তম এ সরকারি বিশ্ববিদ্যালয়।
কর্মোদ্যোগী, নিষ্ঠাবান ও সৃষ্টিশীল এ উপাচার্যের নেতৃত্বে দুর্বোধ্য ও কঠিন সব বাস্তবতাকেই জয় করেছে ‘বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)।
প্রতিনিয়ত নিত্য নতুন কনসেপ্ট নিয়ে এগিয়ে যাচ্ছে এ বিশ্ববিদ্যালয়টি। করোনা মহামারি ভেতরেও একদিনের জন্যও ক্লাস বন্ধ না রেখে দেশের শিক্ষা ব্যবস্থায় ইতোমধ্যেই অনন্য এক নজির স্থাপন করেছে তারা।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) বিইউপির সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে অ্যাকাডেমিক ও গবেষণার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেলো বিইউপি, এমনটিই মনে করছেন শিক্ষাবীদরা।
কালের আলো/এসবি/এমএ