মেয়র আতিক করোনামুক্ত

প্রকাশিতঃ 5:08 pm | October 27, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম করোনাভাইরাস মুক্ত হয়েছেন। করোনামুক্ত হয়ে তিনি হাসপাতাল ত্যাগ করেছেন।

মঙ্গলবার(২৭ অক্টোবর) দুপুরে মেয়রের এপিএস-১ ফরিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

একইসঙ্গে তার স্ত্রী ডা. শায়লা সাগুফতা ইসলাম ও একান্ত সহকারী সচিব (এপিএস-২) রিশাদ মোর্শেদও করোনা নেগেটিভ হয়েছেন বলেও জনিয়েছেন তিনি।

ফরিদ উদ্দিন বলেন, ‘স্যার (মেয়র আতিকুল ইসলাম), ম্যাডাম (স্ত্রী ডা. শায়লা সাগুফতা ইসলাম) ও রিশাদ মোর্শেদের (এপিএস-২) আজ করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে। তারা দুপুরে হাসপাতাল ত্যাগ করেছেন।’

তিনি জানান, করোনা নেগেটিভ হওয়ার জন্য প্রার্থনা করায় মেয়র দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে গত ১২ অক্টোবর তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। ওইদিন তারা রাজধানীর কুর্মিটোলা জরনারেল হাসপাতালে ভর্তি হন।

কালের আলো/এসবি/এমএইচএ